চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটাস্থ সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ শীর্ষক সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞান মেলা করে ছাত্র নতুন নতুন উদ্ভাবনী শক্তি বাড়াতে হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার সকালে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মুনীর চৌধুরী বলেন, প্লাস্টিকের মারাত্মক দূষণ হচ্ছে। এ দূষণের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে কার্যক্রম শুরু করতে চাই। প্রত্যেক স্কুলের অভিভাবকরা তাদের সন্তানদের যেন প্লাস্টিকের বোতলে পানি না দেয়। একটু বেশি খরচ হলেও যাতে কাচের বোতলে পানি দেয়। প্লাস্টিকের বোতলে দূষণ হচ্ছে। প্লাস্টিকের বোতল স্বাস্থ্য সম্মত না।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিকির সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সহ সভাপতি প্রফেসর জহর লাল ভট্টাচার্য্য, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ কে এম শামছু উদ্দিন আজাদ, সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার সুব্রত রোজারিও প্রমুখ।
সেমিনারে প্রিন্সিপাল ব্রাদার সুব্রত রোজারিও বলেন, আমরা যেন সন্তানদের মূল্যবোধের মাধ্যমে তৈরি করি। মোহাম্মাদ মুনীর চৌধুরী মতো মানুষ তৈরি করতে পারলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট