চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মে দিবসের আলোচনায় বক্তাদের দাবি

শ্রমিকের ঘামের যথাযথ মূল্যায়ন চাই

মফস্বল ডেস্ক

৪ মে, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক দিবস পালনে পহেলা মে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা শ্রমিকের ঘামের যথাযথ মূল্য দেয়ার আহ্বান জানান।
পটিয়া উপজেলা শ্রমিক লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মনসা বাদামতলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ সামশুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম। উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক খলিল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু আওয়ামী লীগ নেতা আজিমুল হক, আইয়ুব বাবুল, আলমগীর আলম, মুজিবুল হক চৌধুরী নবাব, মিজানুর রহমান, সামশুল ইসলাম, মহিলা নেত্রী কানিজ ফাতেমা, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, আজগর আলী বাহাদুর, শাহাদাত হোসেন সবুজ, কোরবান আলী, আলী আশরাফ, নুর মোহাম্মদ চৌধুরী, শাহ জামাল, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আবু তৈয়ব ও মাহাবুবুল হক চৌধুরী।
রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পূর্বিতা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, রহিম উদ্দিন চৌধুরী, মির্জা সেকান্দর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, জহির উদ্দিন, বাবুল কান্তি চাকমা, আবু বক্কর ছিদ্দিকী, ফজলুল করিম, ইস্কান্দর মিঞা, শাহজাহান প্রমুখ।
পটিয়া নির্মাণ শ্রমিক লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, পটিয়া ক্লাব মুক্তমঞ্চে সংগঠনের উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি এখলাছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমদ, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, নুরুল হাকিম, এস.এম. আনোয়ার হোসেন, নুর আলম ছিদ্দিকী, নুরুল আলম, গাজী মো. মফিজুর রহমান, ফজলুর রহমান (মফিজ), শাহ আলম, মামুনুর রশিদ, ইছহাক, সাইফুল হাসান, আবু তৈয়ব সোহেল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট