চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হালদা থেকে চুরি করে ধরা মা রুই মাছ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা

৩ মে, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় মাছ চোরের পাতানো জালে আবারো একটি মা রুই মাছ মারা পড়েছে। প্রায় ৩০ ইঞ্চি দৈর্ঘ্যরে ৭ কেজি ওজনের মরা এ মা রুই মাছটি গত বুধবার দুপুরে উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের আমতুয়া এলাকা থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাছ চোরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে টের পেয়ে চম্পট দেয়াতে মাছ চোরকে আটক করা যায়নি। সূত্রে জানা গেছে, উত্তর মাদার্শা আমতুয়া এলাকার মির্জা আলি বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে মো. শামসু ওই দিন ভোরে রাতে হালদা নদীতে ঘেরা জাল বসিয়ে মাছটি নিধন করে। পরে মা মাছটি বিক্রির জন্য চেষ্টা করছিল শামসু। স্থানীয় লোকজন থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এলাকার ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের

সদস্যদের পাঠিয়ে নিধনকারীর বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মা-রুই মাছটি উদ্ধার করে। টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ সময় শামসুকে আটক করা সম্ভব হয়নি। এদিকে বিকাল সাড়ে ৪ টার দিকে উদ্ধারকৃত মাছটি গ্রাম পুলিশের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। জানতে চাইলে, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, নিধনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত মাছটি সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট