চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ফিশিং জাহাজগুলো কর্ণফুলী নদীতে নিরাপদ আশ্রয়ে

কর্ণফুলীতে দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ উপজেলা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা

৩ মে, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি সভা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। গতকাল (বৃহস্পতিবার) বিকেল তিনটায় উপজেলা পরিষদে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান ছাবের আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী আবদুর রহমান চৌধুরী, ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির টিম লিডার লুৎফর রহমান প্রমুখ। কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, গ্রামে গ্রামে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। এতে মনিটরিং করছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্বেচ্ছাসেবীরা। জরুরি সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপজেলার পাঁচ ইউনিয়নে ১ লাখ ৬২ হাজার ৬২৭ জনগণের জন্য ১২টি আশ্রয় কেন্দ্র, দুটি ফায়ার সার্ভিস দল, পাঁচটি আনসার ভিডিপি দল ও পাঁচটি মেডিকেল দল প্রস্তুত আছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সাগর বিক্ষুব্ধ হয়ে পড়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ফিশিং জাহাজ, যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানসমূহ ঘূর্ণিঝড়ের আঘাতের শঙ্কায় কর্ণফুলী নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছে। বুধবার (১ মে) সকাল থেকেই বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার কাজে নিয়োজিত ফিশিং জাহাজগুলো বিএফডিসি মৎস্য বন্দর থেকে শুরু করে শাহ আমানত সেতুর আশপাশে কর্ণফুলী নদীর দু’ পাড়ে বিভিন্ন জেটিতে আশ্রয় নিয়েছে। মাছ ধরা বোট, যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান সমূহ নগরীর ফিশারি ঘাটসহ কর্ণফুলী তীরবর্তী বিভিন্ন ঘাটে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট