চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে চবি ভিসি

আধুনিক শিক্ষার মাধ্যমে আলোকিত জাতিও দেশ উন্নয়নে ভূমিকা রাখতে হবে

৩ মে, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার শিক্ষা উন্নয়নের বৃহৎ সংগঠন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা ২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, আধুনিক, প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে আলোকিত জাতি ও দেশ উন্নয়নে ভূমিকা রাখতে হবে ছাত্রছাত্রীদেরকে। ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থান আলোকিত পৃথিবীর মাঝে ছড়িয়ে দিতে হবে। কর্ণফুলী উপজেলার ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি, শিক্ষা উন্নয়নে ছাত্রছাত্রীদেরকে ভূমিকা রাখতে হবে।
কর্ণফুলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি পরীক্ষা-২০১৮ এর পুরস্কার বিতরণী সভা গত বুধবার সকাল থেকে সারাদিনব্যাপী কর্ণফুলী উপজেলার মেরিন ফিসারিজ একাডেমির অডিটরিয়ামে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লি. এর পরিচালক লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন মেরিন ফিসারিজ একাডেমি চট্টগ্রাম এর অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম টিচার ট্রেনিং কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশির, সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ আজিম উদ্দিন। পুরস্কার বিতরণী সভায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। সভা শেষে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট