চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মতবিনিময়কালে ব্যারিস্টার বিপ্লব

মানবকল্যাণে কাজ করার উপযুক্ত ক্ষেত্র সাংবাদিকতা

৩ মে, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করা সত্যিই কষ্টকর। তবে চ্যালেঞ্জ থাকলেও মানবকল্যাণে কাজ করার উপযুক্ত ক্ষেত্র সাংবাদিকতা। আপনার লেখনির মাধ্যমে যেকোনো বিষয় জনগণের সামনে সহজেই উপস্থাপন করা যায়। অন্যান্য পেশাজীবীদের মতো সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়ে যাঁরা কাজ করছেন তাদের জীবন-জীবিকার কথা বিবেচনায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করে চলেছেন। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেসব উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে এসব মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাসের সভাপতিত্বে গত ১ মে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী গণমাধ্যমবান্ধব। নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিরসন ছাড়াও গণমাধ্যমের নানা দিক নিয়ে প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার কাজ করছে।
প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সাবেক সহসভাপতি শহীদ উল আলম বক্তব্য রাখেন। এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, কার্যকরী সদস্য স ম ইব্রাহীমসহ বিপুল পরিমাণ সাংবাদিক উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট