চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জহুর আহমেদ চৌধুরীর স্ত্রী জাহানারা বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমেদ চৌধুরীর স্ত্রী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর মা জাহানারা বেগম (৯৫) আর নেই। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি ৯ পুত্র ও ৯ কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর বড় ছেলে সৈয়দ সাইফুদ্দীন খালেদ চৌধুরী শহীদ হন। জাহানারা বেগমের ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল আছরের নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) ওয়ারিশ আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ। জানাজা শেষে বাগমনিরাম এলাকায় স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
জাহানারা বেগমের ইন্তেকালে বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল হক হানিফ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমএ লতিফ এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল ইসলাম চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার মো. খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, আলহাজ বদিউল আলম, এমএ রশিদ, উপদেষ্টা আলহাজ শফর আলী, কমান্ডার এনামুল হক চৌধুরী, শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, কর্ণফুলীর বড়উঠানস্থ ডা. আদিলুজ্জামান খান স্মৃতি সংসদ ও এডভোকেট বদরুল হক খান স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এক বিবৃতিতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট