চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিএন্ডএফ এসো.’র সাধারণ সভা পুনরায় আহ্বানের দাবি

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা পুনরায় আহবান এবং সিএন্ডএফ ব্যবসায়ীদের ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সিএন্ডএফ ব্যবাসায়ী সম্মিলিত ঐক্যজোট। গতকাল ৩০ এপ্রিল বিকেল ৩ টায় আগ্রাবাদ আর বি কোটস্থ হল কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম কাস্টমস্ সিএন্ডএফ এসোসিয়েশনের সংগঠন সম্মিলিত ঐক্যজোট এ দাবি জানান। সংগঠনের আহ্বায়ক সিরাজুল মনোয়ার লিখিত বক্তব্যে জানান, বিগত ২৯ এপ্রিল হল টোয়েন্টি ফোর-এ অনুষ্ঠিত চট্টগ্রাম কাষ্টমস্ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ৩২তম সাধারণ সভা চলাকালে বর্তমান কমিটির সভাপতি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে দ্বিতীয় এজেন্ডা সমাপ্ত না করে তাদের স্বার্থসংশ্লিষ্ট এজেন্ডা সমূহ ভোট ছাড়া পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় সাধারণ সদস্যবৃন্দ এর জোর প্রতিবাদ জানিয়ে সভা স্থল ত্যাগ করে সভাস্থলের নীচে সমাবেত হন এবং তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন। তিনি বলেন, সাধারণ সভায় সিএন্ডএফ টাওয়ারে শেয়ার নিয়ে বর্তমান সাধরণ সম্পাদক বিগত ১৬ জানুয়ারি ঘোষণা করেন সিএন্ডএফ টাওয়ারের কোন শেয়ার অবশিষ্ট নেই। কিন্তু পুনরায় ১৯ এপ্রিল সিএন্ডএফ টাওয়ারের প্রতিবেদনে উল্লেখ করেন ৬২৮টি শেয়ার বিদ্যমান আছে। এভাবে বেশকিছু অসমাঞ্জস্যপূর্ণ ঘটনার মুখোশ উম্মোচিত হওয়ার ভয়ে ৩২তম সাধরণ সভায় ধারাবাহিকতা বজায় না রেখে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো পাশ করায় সাধরণ সদস্যরা প্রতিবাদ জনান এবং পূনরায় সাধারণ সভা আহ্বানের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে বিগত কিছুদিন পূর্বে কাস্টমস্-বন্দর হতে ছয়শত পণ্যভর্তি কন্টেইনার পাচারের ঘটনায় সিএন্ডএফ ব্যবসায়ীবৃন্দ ভাবমূর্তি সংকটে ভূগছেন বলে উল্লেখ করে এ

পাচারের সাথে যারা জড়িত তাদের অতিসত্তর পরিচয় ও প্রতিষ্ঠানের নাম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সিএন্ডএফ ব্যবসায়ীদের ভাবমূর্তি ফিরিয়ে আনার দাবি জানান। অন্যথায় সারা দেশে সুষ্ঠ রাজস্ব আদায়ের স্বার্থে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক খন্দকার লতিফুর রহমান আজিম, সদস্য সচিব মোরশেদ আলী, ওমর ফারুক সবুজ, আবু ছালেহ, মোহাম্মদ সাইফুদ্দিন, নূর মোহাম্মদ, নুরুল আবছার, শংকর সেন গুপ্ত, মনিরুজ্জামান, ওসমান গণি চৌধুরী, এস.এম. ফরিদুল আলম এনামুল কবির বাচ্চু, লায়ন মুহাম্মদ রকিব-উল-আমীন ভূঁইয়া, ফরিদুল আলম খসরু, একরামুল হক মামুন, সারাফত উল্লাহ (শিপন), গোলাম নবী, সাইদুর রহমান (বিজু), নিজাম উদ্দিন হায়দার (মিলন), জাকির হোসেন চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট