চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

অবক্ষয় প্রতিরোধে বয়োজ্যেষ্ঠ ও সমাজপতিরা এগিয়ে আসুন: মেয়র

১ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা আইনশৃংখলা বাহিনীর সহায়তায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। তিনি সামাজিক ও পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে সমাজের বয়োজ্যেষ্ঠ ও সমাজপতিদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহবান জানান । মেয়র বলেন, সিটি কর্পোরেশনের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতা ও আলোকায়ন। এর বাইরেও চসিক স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবা দিয়ে যাচ্ছে। চসিক এ দুটি সেবায় বছরে প্রায় ৫৬ কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে। অথচ নগরবাসী যেখানে চসিককে ৭০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স দেয়ার কথা সেখানে সর্বোচ্চ ৪০ কোটি টাকা ট্যাক্স আদায় হচ্ছে । গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক আইনশৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, সদস্য সচিব নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক এমদাদুল ইসলাম। উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সাবেক চসিক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী,সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, স্পেশাল ম্যাজিস্ট্রেট যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফজলুর রহমান ফারুকী, সালাউদ্দিন ইবনে আহমদ ও মোহাম্মদ শাহীন চৌধুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট