চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মতবিনিময় শেষে সিএমপি কমিশনার

মার্কেটে চাঁদাবাজি হলে ওসি দায়ী

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০১৯ | ২:৪৫ পূর্বাহ্ণ

‘আমি দৃঢ়ভাবে বলতে চাই, মার্কেটে কোনো চাঁদাবাজি হবে না। কোথাও চাঁদাবাজি হলে অফিসার ইনচার্জদের এর দায়-দায়িত্ব নিতে হবে। চাঁদাবাজি হলে তাৎক্ষণিক আমাদের মৌখিক বা ফোনে অভিযোগ জানাবেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’ গতকাল মঙ্গলবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে রমজান উপলক্ষে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
হকারদের প্রতি অনুরোধ জানিয়ে এসময় সিএমপি কমিশনার আরো বলেন, ফুটপাত ছেড়ে আপনারা কেউ রাস্তায় আসবেন না। রাস্তা পরিবহনের জন্য। কোনো দোকান করার জায়গা না।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার বলেন, রমজানে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে। তবে ব্যবসায়ীদেরও নিজস্ব প্রতিষ্ঠানে নিরাপত্তার কিছু দায়িত্ব নিতে হবে। মার্কেট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সিসি টিভি ক্যামেরা লাগানো এবং স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়ার পরামর্শও দেন তিনি। পাশাপাশি রমজানের প্রথম সাত দিনের মধ্যে নগরীর প্রতিটি মার্কেটে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে যাচাই করতে সিএমপির সকল ওসিকে নির্দেশনা দেন সিএমপি কমিশনার।
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ করে সিএমপি কমিশনার বলেন, আপনারা গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে দিয়ে দিবেন। শ্রমিকরা রাস্তায় নামলে শৃঙ্খলা ফেরাতে সময় লেগে যায়।
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন অর রশিদ হাযারীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লি­ষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট