চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদ গঠিত

১ মে, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ অমিত তেজা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দার এর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দারকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নগরীতে বর্ণাঢ্য আয়োজন সফল করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ‘বীরকন্যা প্রীতিলতাকে জানো’ শীর্ষক আলোচনা সভা আগামী ৩ মে সকাল ১০টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর উদ্দীপনামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৫ মে সকালে তাঁর জন্মদিনে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাব সংলগ্ন বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করা হবে। ঐ দিন সন্ধ্যা ৬টায় নগর ভবনস্থ কে.বি আবদুস সাত্তার মিলনায়তনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দারের ১০৮তম জন্মবার্ষিকীতে তাঁকে নিবেদিত করে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত ২৯ এপ্রিল সকাল ১১টায় আইইবি চট্টগ্রাম ভবনে এক প্রস্তুতি সভা বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, কবি অরুণ দাশগুপ্ত, শহীদজায়া বেগম মুশতারী শফী, চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চুয়েট উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী রফিকুল আলম, চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার, চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়া, প্রকৌশলী পুলক কান্তি বড়–য়াকে উপদেষ্টা করে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানি সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিককে চেয়ারম্যান, অনুপ বিশ্বাসকে মহাসচিব ও সাবেক ছাত্রনেতা আবুল বশরকে সমন্বয়ক করে বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদ-২০১৯ কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট