চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ

আজ বাড়িতে ফিরছেন প-িত নিরঞ্জন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০১৯ | ৩:০৯ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হস্তক্ষেপে পন্ডিত নিরঞ্জন চক্রবর্তী ফের বাড়িতে ফিরছেন। আজ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে জোর পূর্বক রেজিস্ট্রিকৃত বাড়ি ভিটা পুনরায় ফিরে পাচ্ছেন তিনি। বহুল আলোচিত এ ঘটনা এলাকায় জনরোষ সৃষ্টি হলেও অবশেষে শান্তির সুবাতাস বয়ে এনেছে। জানা যায়, গত ১০ এপ্রিল আনোয়ারা উপজেলার জয়কালী হাট এলাকায় শতবর্ষী পন্ডিত নিরঞ্জন চক্রবর্তী থেকে জোর পূর্বক বাড়ি ভিটা রেজিস্ট্রি ও দখল নেয় স্থানীয় একটি গ্রুপ। ১৩ এপ্রিল নিরঞ্জন চক্রবর্তীর ছেলে প্রণব চক্রবর্তী বাদি হয়ে এ ঘটনার বিচার চেয়ে আনোয়ারা থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করে। ১৮ এপ্রিল থানায় মামলা হয়। সংঘঠিত ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। গণমাধ্যমও সোচ্চার হয়। ভূমিমন্ত্রীকে বিষয়টি অবগত করা হলে তিনি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি এ বিষয়ে কাউকে ছাড় দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনড় ভূমিকার কারণে জোর পূর্বক বাড়ি ভিটা রেজিস্ট্রি ও দখল নেয়া ব্যক্তিরা সমঝোতায় আসতে বাধ্য হয়। আজ মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর কার্যালয়ে জোর পূর্বক রেজিষ্ট্রিকৃত বাড়ি ভিটা পুনরায় ফেরত দেয়ার কথা রয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব জানায়, বিষয়টি ভূমিমন্ত্রীর হস্তক্ষেপেই সমঝোতায় পৌঁছেছে। উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানায়, সকাল ১০টায় উপজেলা কার্যালয়ে রেজিস্ট্রিকৃত জায়গা নিরঞ্জন চক্রবর্তীর কাছে দলিল পুনরায় হস্তান্তর করা হবে। তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নিরঞ্জন চক্রবর্তীকে রেজিস্ট্রিকৃত জমি বুঝিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট