চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

উপলক্ষ রমজান পণ্যের দাম নির্ধারণ করে দিলেন রাঙামাটির জেলা প্রশাসক

পূর্বকোণ প্রতিনিধি , রাঙামাটি অফিস

৩০ এপ্রিল, ২০১৯ | ৩:০৫ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা বাজার কর্মকর্তা এমদাদ উল্লাহসহ শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । আলোচনা সভায় আসন্ন পবিত্র রমজানে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক থাকে তার জন্য বিশেষ কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন। গরুর মাংস ৪৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা, দেশি মুরগি ৩৮০ টাকা, বয়লার ১৪০ টাকা, সোনালী মুরগি ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট