চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

প্রকৃত শিল্পী হতে হলে নিয়মিতপরিচর্যা করতে হবে

নৃত্যসন্ধ্যায় বিটিভি জিএম

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০১৯ | ২:৫৭ পূর্বাহ্ণ

প্রতিটি শিল্পীকে বিশ্বমানের নৃত্য পরিবেশন করতে হলে তাদের শিল্পের প্রতি আরো সচেতেন হতে হবে। শিল্পের যে মাধ্যমই হোক না কেন নিয়মিত তার পরিচর্যা করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য এ কথা বলেন।
‘চিত্ত মম বিকশিত হোক, নৃত্যের তালে তালে’ এ শ্লোগানে গতকাল রবিবার সন্ধ্যা ছয়টায় আন্তর্জাতিক নৃত্য দিবস-১৯ উপলক্ষে ‘নৃত্যসন্ধ্যা’ আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির পরিচালনা পরির্ষদের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাবেক কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, নৃত্য পরিচালক প্রমা অবন্তী, অনন্য বড়–য়া, স্বপন বড়–য়া ও শুভ্রা সেন গুপ্তা। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির মেরুদন্ড হচ্ছে সেই জাতির সংস্কৃতি। সংস্কৃতির অন্যতম শাখা নৃত্যকে বলা হয় সকল শিল্পের জননী ও প্রাচীনতম শিল্প। বাংলাদেশের নৃত্যচর্চার সুবাতাস ক্রমশ বিস্তৃত হচ্ছে আন্তর্জাতিক পরিমন্ডলেও। নৃত্যশৈলীতে যুক্ত হচ্ছে নতুন মুদ্রাও। এটা আমাদের দেশের গর্ব। এটি একটি বলিষ্ঠ গণমাধ্যমও বটে। দিবসটি উপলক্ষে গতকাল সারা দেশে শিল্পকলার নৃত্য বিভাগ আয়োজন করে এ অনুষ্ঠানের। বিকাল ৫টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য আনন্দর‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর আবার শিল্পকলা একাডেমিতে শেষ হয়। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে অংশগ্রহনকরী নৃত্য প্রতিষ্ঠানগুলো তাদের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির নৃত্যদল, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সঞ্চারি নৃত্যকলা একাডেমি, ঘুংঘুর নৃত্যকলা একাডেমি, প্রাপন একাডেমি, ওড়িসি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সুরাঙ্গনা বিদ্যাপীঠ, নৃত্য নিকেতন ও নৃত্যরং একাডেমি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট