চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম ইতিহাস সংরক্ষণ পরিষদের সম্মাননা প্রদান অনুষ্ঠান

৩০ এপ্রিল, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

মানুষ সচেতন না হলে প্রাচীন ইতিহাস, প্রত্নসম্পদ ও ঐতিহ্য সংরক্ষণ অসম্ভব। ইতিহাস সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। তখনই প্রাচীন প্রত্ন ইতিহাস সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে যাবে। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় প্রাচীন চট্টগ্রাম ইতিহাস সংরক্ষণ পরিষদের উদ্যোগে ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দীনের ৫০তম জন্মদিবসে প্রাচীন চট্টগ্রাম ইতিহাস সংরক্ষণ দিবসের আলোচনা ও সংবর্ধনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি সাংবাদিক এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে ও সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, কবি মাহমুদুল হাসান নিজামী, অধ্যাপক জিতেন্দ্রলাল বড়–য়া, প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, ইঞ্জিনিয়ার হোসেন মোহাম্মদ মুরাদ, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার ফেরদৌস ওয়াহিদ মিন্টু, চৌধুরী মোহাম্মদ শফি, মোহাম্মদ ফারুক প্রমুখ। সভায় ইতিহাস গবেষণা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দীনকে বিশেষ সম্মাননা স্মারক ও উত্তোরীয় প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট