চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

প্রিমিয়ার ভার্সিটির অনুষ্ঠানে অনুপম সেন

কম্পিউটার সায়েন্সের কল্যাণে ঘটছে চতুর্থ শিল্প বিপ্লব

৩০ এপ্রিল, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের বিশ্ব বিজ্ঞানের বিশ্ব। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে ক্রমশ এই বিশ্ব এগিয়ে যাচ্ছে। এক সময় এই পৃথিবীতে বিদ্যুৎ ও কম্পিউটারসহ অনেক কিছুই ছিল না। তারপর শুধু বিদ্যুৎ ও কম্পিউটার নয়, একে একে আরো কতো কিছু আবিষ্কৃত হয়েছে। ফলে পৃথিবীতে ঘটেছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প-বিপ্লব। এখন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে ঘটছে চতুর্থ শিল্প বিপ্লব।
গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৩, ৩৪ ও ৩৫ তম ব্যাচের নবীন বরণ এবং ২৬ ও ২৭ তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৌশল অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তৌফিক সাঈদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিনহাজ হোসাইন এবং শিক্ষার্থী ইশরাত জাহান ও তানজিনা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্সিটির ট্রেজারার প্রফেসর এ.কে.এম তফজল হক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আকরামুল কবির খান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সমর দাস, আনিমা মোবাশ্বেরা খান, সাবিহা শবনম ও জয় চৌধুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট