চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

১৫ দফা দাবি সাধারণ ছাত্রদের আন্দোলনে উত্তাল চুয়েট

ক্লাস-পরীক্ষা বর্জন বিক্ষোভ অবস্থান কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১ জুলাই, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’এ ১৫ দফা দাবিতে সাধারণ ছাত্ররা আন্দোলন করছে। ওইসব দাবিতে গতকাল রবিবার শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল ও ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে জানা যায়, ওইসব দাবিতে রবিবার বেলা দেড়টা থেকে ২টা পর্যন্ত পুরো ক্যাম্পাসে মিছিল করে ছাত্ররা। এর আগে বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ভিসি ভবন, স্বাধীনতা চত্বরে শত শত ছাত্র-ছাত্রী অবস্থান নিয়ে স্লোগান দেয়। এছাড়া শিক্ষার্থীরা ৭৩’র ব্যাচের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ১ম পরীক্ষা বর্জন, ক্লাস বর্জনও করে। সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, দীর্ঘদিন আগে চুয়েট প্রশাসনের কাছে সাধারণ সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছিল। দাবিগুলোর কয়েকটি হচ্ছে খাবারের মানন্নোয়ন, ভূর্তকি প্রদান, বিদ্যুৎ সমস্যার সমাধান, বাসের সংখ্যা বৃদ্ধি, টার্ম পরীক্ষার খাতায় পুডিং সিস্টেম চালু, সুপার শর্ট চালু, ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে প্রদানসহ ইত্যাদি।’ এ প্রসঙ্গে চুয়েট ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের ও আন্দোলনকারী সাধারণ ছাত্র আশফাত জাহান তানজিন বলেন, ‘১৫ দাবিগুলো লিখিত আকারে স্মারকলিপির মাধ্যমে প্রশাসনকে দেয়া হয়েছিল। প্রশাসন রমজানের আগে সেসব দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এসব

দাবি রমজানের পরও বাস্তবায়ন করা হয়নি। প্রশাসনের আশ্বাসের কোন শেষ হচ্ছেনা। এ কারণে গত রবিবার থেকে শিক্ষার্থীরা আবার আন্দোলনে নেমেছে। আজ (গতকাল রবিবার) এ আন্দোলন আরো জোরদার করা হয়েছে।’ এ প্রসঙ্গে চুয়েটের ভিসি প্রফেসর ড. রফিকুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নেয়া হয়েছে। তবে দাবিগুলো পূরণ করতে সময় লাগবে। তাদেরকে বলা হয়েছে কিছু সহসা কার্যকর হবে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা হচ্ছে, তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট