চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উদ্ধারে নৌ বাহিনীর ১০ ডুবুরি

রুমায় পাহাড়ি ঝিরিতে নৌ কর্মকর্তাসহ ২ জন নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

১ জুলাই, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানে বৃষ্টির সময়ে পাহাড়ি ঝিরি পার হতে গিয়ে প্রচ- স্রােতে ভেসে গিয়ে নৌ বাহিনীর নবীন এক কর্মকর্তাসহ দুজন হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঢাকা নৌ বাহিনীর বিএনএস হাজী মহসিনের নবীন ৪ কর্মকর্তাসহ মোট ৬ জন উপজেলার দুর্গম রনিন পাড়ার কাছে তিনাপ সাইথার ঝর্ণা দেখে ফেরার সময় পাহাড়ি খরস্রােতা পাইন্দু খাল পার হতে গিয়ে এঘটনা ঘটে। নিখোঁজরা হলেন নৌ বাহিনীর কর্মকর্তা সাব লে. মো. সাইফুল্লাহ্ (২৩) ও ঢাকা আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম (১৮)। সকালে খবরটি রনিন পাড়া সেনাবাহিনীর ক্যাম্পে পৌছার পর নিখোঁজদের উদ্ধারে নৌ বাহিনীর ডুবুরি, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা তল্লাশি শুরু করে। এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, গত শনিবার নৌ বাহিনী ঢাকা বিএনএস হাজী মহসিনের নবীন ৪ কর্মকর্তা ও তাদের দুই বন্ধু মিলে রুমা উপজেলার দুর্গম ঝর্ণা তিনাপ সাইথার দেখতে যায়। সন্ধ্যায় ফেরার পথে পইন্দু ঝিরি পার হতে গিয়ে নৌ বাহিনীর কর্মকর্তা সাব লে. মো. সাইফুল্লাহ্ ও তার বান্ধবী জান্নাত আরা বেগম স্রােতে ভেসে যায়। তাদের সাথে ছিলেন নৌ বাহিনীর কর্মকর্তা সাব লে. মো. আশিক, লে. মো. মোনায়েম, লে. মো. তৌকির ও বন্ধু আবু সাইদ। নিখোঁজের পর অন্যরা খবরটি রনিন পাড়া সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছালে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এদিকে বিকেলে হেলিকাপ্টারে করে চট্টগ্রাম হতে নৌবাহিনীর ১০ ডুবুরিকে আনা হয়েছে রুমায়। তবে তারা প্রতিকূল আবহাওয়ায় কাজ শুরু করতে পারেনি। বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিটু) মেজর ইফতেখার জানান, পাইন্দু খালে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে। নিরাপত্তাবাহিনীর পাশাপাশি স্থানীয়রা অভিযানে অংশ নিয়েছে। রুমার জনপ্রতিনিধি উহ্লামং মারমা জানিয়েছেন ,পাইন্দু খালটি খুবই বিপদজনক। তার ওপর বৃষ্টির হওয়ায় এতে স্রােত প্রচ- রকম বেড়ে গিয়েছে। এ অবস্থায় উদ্ধার তৎপরতা চালানো খুবই কষ্টকর। রুমার রনিন পাড়ার স্থানীয়রা জানিয়েছেন ৪ নৌ কর্মকর্তাসহ ৬জন রোয়াংছড়ি হয়ে তারা শনিবার সকালে তিনাপ সাইথার ঝর্ণায় যায়। সেখান থেকে সন্ধ্যায় রওনা দিয়ে তারা রাতে পাইন্দু খাল পার হতে যায়। ৪ জন পার হলেও নৌ বাহিনীর কর্মকর্তা সাইফুল্লাহ্ ও তার বান্ধবী জান্নাত আরা পার হওয়ার সময়ে ঝিরিতে হঠাৎ পানি বেড়ে যায়। পরে তারা ঝুঁকি নিয়ে পার হওয়ার সময়ে প্রচ- স্রােতে ভেসে যায়। ঐ ৬ জন স্থানীয় নিরাপত্তা বাহিনী ও প্রশাসনকে না জানিয়েই তারা দুর্গম তিনাপ সাইথার বেড়াতে যায় বলে জানা গেছে। গত শনিবার সন্ধ্যায় ঐ এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে পাইন্দু খালসহ আশেপাশের ঝিরি ঝর্ণায় স্রােত বেড়ে যায়। এ সময় তারা পাইন্দু খাল পার হয়ে রনিন পাড়ায় আসার পথে দুজন প্রচ- স্রােতে ভেসে যায়। পাইন্দু খালের দৈর্ঘ্য বেশি হওয়ায় এখনো প্রচ- স্রােতের কারণে নিখোঁজদের খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট