চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কর্তৃপক্ষকে না জানিয়ে কর্তন স্থানীয়দের অভিযোগ

রাউজানে ফরেস্ট কর্মকর্তা উদ্ধার করল সাবেক কাউন্সিলরের কাটা গাছ

নিজস্ব সংবাদদাতা , রাউজান

১ জুলাই, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাস্তার পাশ থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ উল্লাহ’র বিরুদ্ধে। স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেলে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর হাজী পাড়া এলাকায় হাফেজ বজলুর রহমান সড়কের পাশ থেকে একটি মেহগনি গাছ কাটে পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাজাদা আসাদ উল্লাহ। অথচ তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেননি। এসময় এলাকার লোকজন বিষয়টি ফোন করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনবিভাগের কর্মকর্তাকে বিষয়টি জানালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের আওতাধীন রাউজান ঢালারমুখ বন বিভাগ অফিসের কর্মকর্তা আবদুর রশীদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের পাশ থেকে কেটে ফেলা গাছ জব্দ করেন। পরে জব্দকৃত গাছগুলো পার্শ্ববর্তী ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর জিম্মায় দেন। এ প্রসঙ্গে সাবেক পৌর কাউন্সিলর শাহাজাদা আসাদ উল্লাহ বলেন, ‘সড়কের পাশে হলেও আমাদের জায়গার (ঘেরার মধ্যে) মধ্যে আমি ও আমার বাবার রোপণ করা গাছ। গাছগুলোতে নম্বর দেয়ায় আমি জসিম উদ্দিন হিরু চেয়ারম্যানকে জানিয়েছিলাম। এরপর আমি একটি গাছ কর্তন করি। তবে ফরেস্টের লোকজন এসে গাছটি নিয়ে গেছে। এখানে আর কিছু বলার নাই আমার। এগুলো আমাদের গাছ হলেও কিছু মহল এটি নিয়ে ষড়যন্ত্র করছে’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট