চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের সভা

১ জুলাই, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের ৪২তম বার্ষিক সাধারণ সভা গতকাল (রবিবার) সন্ধ্যায় পেনিনসুলা হোটেলের জিনিয়া হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী। সভায় এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন এবং ২০১৮ সালের এসোসিয়েশনের নিরীক্ষিত হিসাব গৃহীত হওয়া সহ ২০১৯ সালের আর্থিক হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। এসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী ২০১৮ সালের কর্মকা- এবং অর্জনসমূহ সভায় পেশ করেন। সভায় পরিচালনা পর্ষদের সদস্য এবং সদস্য শিপিং এজেন্টসমূহের প্রতিনিধিগণ শিপিং এজেন্টদের কাজের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহ গুরুত্ব সহকারে আলোচনা করেন। সভায় বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট শিপিং এজেন্টদের সমস্যা ও তা সমাধানের ব্যাপারে আলোচনা হয় ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুল এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল আলম জুয়েল সহ পরিচালনা পর্ষদের সদস্য শাহেদ ছরওয়ার, ক্যাপ্টেন আহমদ শহীদ চৌধুরী, আজিম রহিম চৌধুরী, এম আলী আশরাফ আহমদ খান, দেব প্রসাদ ভট্টাচার্য্য, রফিকুল আনোয়ার বাবু, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), খাইরুল আলম (সুজন), মোহাম্মদ আবদুল্লাহ জহির, মো. রিয়াজ উদ্দিন খান, প্রবীর চন্দ্র সিংহ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ জিয়াউল কাদের, মো. আজমির হোসাইন চৌধুরী, গোলাম ফারুক, দৌস মোহাম্মদ, মো. রাকিবুল হায়দার খান, খালেদ মো. সিরাজ এবং মো. ওয়াকেফ নাদের রহমান সহ এসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট