চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রফেসর মঈনউদ্দিন রোটারীর এসিস্টেন্ট গভর্নর মনোনীত

১ জুলাই, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার অতীত সভাপতি প্রফেসর মঈন উদ্দিন আহমদ, পিএইচএফ ২০১৯-২০২০ রোটাবর্ষে রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশের এসিস্টেন্ট গভর্নর মনোনীত হয়েছেন। আজ ১ জুলাই, ২০১৯ ইংরেজি তারিখে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। ইতিপূর্বে তিনি ২০১৪-২০১৫ রোটাবর্ষে ক্লাব সভাপতির দায়িত্ব পালনে সফলতার স্বীকৃতিস্বরূপ রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্সিয়াল সাইটেশন অর্জন করেন। পরবর্তিতে ২০১৭-২০১৮ রোটাবর্ষে সহকারী জেলা সচিব, ২০১৬-১৭ রোটাবর্ষে কো-চেয়ার (জেলা বৃত্তি), ২০১৫-১৬ রোটাবর্ষে জোনাল কো-অর্ডিনেটর (কৌশলগত পরিকল্পনা) হিসাবে দায়িত্ব পালন করেন। রোটারীর আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের নিমিত্তে তিনি আমেরিকা, ইংল্যান্ড ও ব্যাংকক ভ্রমণ করেন। তিনি ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজের পরিসংখ্যান বিষয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা ও আবাসন সংগঠনের সাথে জড়িত। প্রফেসর মঈন উদ্দিন কক্সবাজার শহরের দক্ষিণ তারাবনিয়ারছরার মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ মিয়া ও মোস্তফা আরা বেগমের কনিষ্ঠ পুত্র।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট