চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মুচলেকা আদায় রাউজানে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১ জুলাই, ২০১৯ | ১২:৪৩ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভায় এক স্কুলছাত্রীকে বারবার উত্ত্যক্ত করায় এক যুবককে ধরে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমের কাছে সোপর্দ করেছে মেয়েটির পরিবারের সদস্যরা। তবে ছেলেটিও ইভটিজিংয়ের কথা স্বীকার করায় তাকে শেষবারের মতো সতর্ক করে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রায়সময় উত্ত্যক্ত করতো জানালী হাট এলাকার জসিম উদ্দিনের ছেলে নির্মাণশ্রমিক মো. নজরুল। একই কায়দায় শনিবারও ওই মেয়েটিকে উত্ত্যক্ত করে ছেলেটি। স্কুলছাত্রীটি তার পরিবারকে বিষয়টি জানালে তারা ইভটিজার নজরুলকে ধরে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমের কাছে অভিযোগ করে। পরবর্তীতে ওই টিমের সদস্যরা ইভটিজারের মোবাইলে ছাত্রীদের অজান্তে তোলা কিছু ছবি পায় এবং ছেলেটিও ইভটিজিং’র কথা স্বীকার করে নেয়। পরে অভিযোগকারী ছাত্রীর অনুমতিতে ছেলেটিকে শেষবারের মতো সতর্ক করে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। ভবিষ্যতে আর কখনো এরকম কাজে জড়িত থাকবে না বলে অঙ্গীকারনামা দেয় সে। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর সামীমুল ইসলাম চৌধুরী সামু ও সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট