চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাতিয়ায় ঝড়ে জাহাজ থেকে পড়ে গেল ৮৩ কন্টেইনার

অনলাইন ডেস্ক

৩০ জুন, ২০১৯ | ১২:১৫ অপরাহ্ণ

নোয়াখালীর হাতিয়া চ্যানেলে ঝড়ের কবলে পড়ে জাহাজ থেকে সাগরে পড়ে গেছে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার।

আজ রবিবার ৮৩টি কন্টেইনারে ১৪৭ টিইইউএস পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙর থেকে পানগাঁও যাচ্ছিল জাহাজটি। এ সময় ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।

বন্দর সূত্রে জানা যায়, এর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট লি. (এস এ পি এল)-এর মালিকানাধীন টার্মিনালে তাদের ৬৭ কন্টেইনার খালাস হওয়ার কথা ছিল। আর বাকি ১৯ কন্টেইনার খালাস হতো পানগাঁ টার্মিনালে। তবে সাগরে পড়ে যাওয়া ৪৩টি কন্টেইনারের মধ্যে সামিট অ্যালায়েন্স এবং পানগাঁ –এর, কার কতটি তা জানা যায়নি।

জাহাজ মালিকানা প্রতিষ্ঠান করিম শিপিংয়ের শীর্ষ কর্মকর্তা ক্যাপ্টেন শাহ আলম এ খবর নিশ্চিত করেন।

শনিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ওই জাহাজটি পানগাঁয়ের উদ্দেশে ছেড়ে যায়। তবে আজ ভোরে হাতিয়া চ্যানেলে ৪৩টি পণ্যবোঝাই কন্টেইনার সাগরে পড়ে যায়। ওই এলাকায় বিভিন্ন নৌযান চলাচলে সর্তকতা জারি করা হয়েছে। কোস্টগার্ড এগুলো উদ্ধারের চেষ্টা করছে বলে জানা যায়।

 

 

পূর্বকোণ/ পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট