চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারীর চোখে বাংলাদেশ’ নিয়ে বান্দরবানে ৪ স্কুটিকন্যা

লক্ষ্য তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা বাড়ানো

নিজস্ব সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

‘তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ‘নারীর চোখে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে ভ্রমণপ্রেমী ৪ কন্যা স্কুটিতে চড়ে পার্বত্য জেলা বান্দরবান সফর করেছে। রবিবার সকালে দলটি পার্বত্য জেলা বান্দরবানে এসে পৌঁছায়। তারা বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সেখানে তারা নারীদের নিরাপত্তা, পুষ্টি, নারী স্বাস্থ্য সচেতনতা, বিপদে আত্মরক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন

সমস্যা বাল্য বিবাহ রোধ পর্যটন ও দেশের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেন। ভ্রমণ কন্যা নামের এই দলটির নেতৃত্ব দেন ভ্রমণ ভিত্তিক সংগঠন ট্রাভেলস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজের ইর্ন্টান চিকিৎসক ডা. সাবিয়া হক। সাথে ছিলেন ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুর নাহার সুমা। সুয়ালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল কবির, সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা প্রমুখ। ভ্রমণ কন্যারা বলেন দেশের সার্বিক উন্নয়নে সুস্থ সচেতন উদরমনা নারী সমাজের কোন বিকল্প নেই। এ বিষয়ে সঠিক শিক্ষাই পারে নারীর দৃষ্টিভঙ্গি প্রসারিত করে মানবসম্পদে পরিণত করতে। এ লক্ষে তারা দেশের ৬৪ জেলা ভ্রমণ করছেন ও তৃণমূল নারীদের সচেতন করছেন। ঐ শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির নারী শিক্ষার্থী তাললিমা খানম বলেন, নারীদের গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কেউ আগে কখনো এ ভাবে বলেনি। নারীদের বিশেষ করে কিশোরী বা যুবতীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে অনেকে লজ্জায় কথা বলতো না। বা ইভ টিজিং নিয়েও নারীরা প্রতিনিয়িত সমস্যায় পরছে। এসব বিষয় সুন্দর ভাবে তুলে ধরেছেন ভ্রমণ কন্যারা। ৭ম শ্রেণির অপর শিক্ষার্থী ম্যামানু মারমা জানান আমরা এতদিন শুধু পাঠ্য বইয়ের মাধ্যমে নারীদের বিষয়গুলো শিখেছি। কিন্তু ভ্রমণ কন্যারা আমাদের হাতে কলমে তা দেখিয়ে দিল। কি ভাবে আত্মরক্ষা করা যায়, নারী স্বাস্থ্য নিয়ে আমরা এতদিন যা জানতাম না তা সুন্দর ভাবে শিখেছি। সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির জানান ভ্রমণ কন্যারা স্কুটি নিয়ে সারা দেশে এতবড় কাজে অংশ নিয়েছে তা অবাক করার মত। তিনি ভ্রমণ কন্যাদের সাফল্য কামনা করেন। উল্লেখ্য সারা দেশে নারীদের সচেতন করতে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ভ্রমন কন্যারা ২টি স্কুটি নিয়ে দেশ ভ্রমণ শুরু করে। রবিবার তারা ৬১ তম জেলা বান্দরবান সফর করে। সোমবার দলটি রাঙামাটিতে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট