চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাস্ক না পরায় ৫৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

মাস্ক না পরায় ৫৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৫ ডিসেম্বর)  চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ, গোলপাহাড় মোড়, জিইসি, কাজির দেউড়ি, কোতোয়ালি মোড় ও নতুন ব্রিজ এলাকায় অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নাসিরাবাদ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় মাস্ক না পরায় ৮ জনকে ৮টি মামলার মাধ্যমে ১৬০০ টাকা জরিমানা করা হয়। 

এদিকে নগরীর গোল পাহাড় মোড়, জিইসি এবং কাজির দেউড়ি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৩০ টি মামলায় ৩৭ জনকে ১১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া নগরীর কোতোয়ালি মোড় ও নতুন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। এসময় ১৩ টি মামলায় ১৩ জনকে ১৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় গরীব ও অসচ্ছল মানুষদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষে ২০০ মাস্ক বিতরণ করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট