৩ ডিসেম্বর, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ
সীতাকুণ্ড সংবাদদাতা
সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বারআউলিয়া সাগর উপকূলের এম. এ শীপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. মাহফুজ (২৮)। তিনি সন্দ্বীপ উপজেলার কাছিয়াপাড়া গ্রামের আবু হানিফের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বারআউলিয়ায় এম. এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় উপর থেকে পড়ে গিয়ে শ্রমিক মো. মাহফুজ গুরুতর আহত হন। এসময় ইয়ার্ড কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বারআউলিয়ার এম. এ শীপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে মাহফুজ নামক শ্রমিকটি আহত হয়। তাকে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। চমেক থেকে এই শিপইয়ার্ড শ্রমিকের মৃত্যুর কথা সীতাকুণ্ড থানাকে জানিয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/এন.এইচ-আরআর-সৌমিত্র
The Post Viewed By: 159 People