চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বই’ হোক তরুণ প্রজন্মেরনিত্যসঙ্গী : চবি উপাচার্য

২৯ এপ্রিল, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর একান্ত আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বই বই এবং বই-ই দেখাবে পথ’ স্লোগানকে ধারণ করে প্রথম বারের মতো চবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে গতকাল ৫দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বই মেলা ২০১৯’ শুরু হয়েছে। সকাল ১০ টায় উপাচার্য প্রধান অতিথি থেকে বঙ্গবন্ধু চেয়ার (বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র), চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত বই মেলার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক ও চবি যাদুঘরের কিউরেটর প্রফেসর ড. ভূঁইয়া ইকবাল। অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা।
উপাচার্য বলেন, যে মহান নায়কের জন্ম না হলে পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হতোনা সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী দেশ-জাতি তথা দেশের সকল আপামর জনগণের জন্য অত্যন্ত গুরুত্ব, গৌরবময় ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘বই’ হোক তরুণ প্রজন্মের নিত্যসঙ্গী। তিনি এ বই মেলার সার্বিক সাফল্য কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন। পরে উপাচার্য মেলায় স্থাপিত স্টলগুলো ঘুরে দেখেন।চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ-এর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু বইমেলা ২০১৯-এর সমন্বয়কারী ও চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপ-এর পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মহীবুল আজিজ এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। অনুষ্ঠানে চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বই মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে এবং দুপুর ৩ টা থেকে ৫ টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট