চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে পাহাড় কাটার তিনটি ডাম্পার জব্দ

মহেশখালী সংবাদদাতা

৩ ডিসেম্বর, ২০২০ | ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় কাটার দায়ে তিনটি ডাম্পার গাড়ী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (৩ ডেসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ১২ নম্বর পাহাড়ী মৌজার সংরক্ষিত এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুইচিং মং মারমা ।

তিনি জানান, অভিযানে পাহাড় কেটে মাটি টানার সময় মাটি ভর্তি পিকআপগুলি জব্দ করে ১টি উপজেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে । অপর দুইটি আনসার সদস্যদের জিম্মি রাখা হয়েছে । এগুলো দিয়ে মাটি বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল একদল ভূমিদস্যু।

তিনি আরও বলেন, পাহাড় কাটা আইনত দন্ডনীয় অপরাধ। পরিবেশ সুন্দর ও জীববৈচিত্র বেঁচে থাকতে পাহাড় রক্ষা করা জরুরি। পাহাড় খেকোদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট