চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২ কোটি ৩৭ হাজার নতুন বই পাবে চট্টগ্রামের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২০ | ৭:২৮ অপরাহ্ণ

নতুন বছরের শুরুতেই চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২৩ লাখ ৭৮ হাজার ২৯৮ জন শিক্ষার্থীকে ২ কোটি ৩৭ হাজার ৭৩৬টি নতুন বই দিচ্ছে সরকার।করোনার মধ্যেও  ১ জানুয়ারি স্কুলে স্কুলে বই উৎসব না হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে এসব নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা প্রথমিক শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের ৪ হাজার ৩৬৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ ৫ হাজার ৭২৯ জন শিক্ষার্থীকে ৪৫ লাখ ৯৮ হাজার ১৩৯টি নতুন বই দেয়া হবে। অন্যদিকে ইংরেজি ভার্সনের ৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার ৩০২ জন শিক্ষার্থী ৮০ হাজার ১৭৮টি নতুন বই পাবে। এছাড়া প্রাক-প্রাথমিকের ১ লাখ ৬১ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬১ হাজার ৭১৪টি নতুন বই দেওয়া হবে। সব মিলিয়ে প্রাথমিক স্তরের ১১ লাখ ৮২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী সরকারিভাবে বিনামূল্যে ৪৮ লাখ ৪০ হাজার ৩১টি নতুন বই পাবে এ বছর। ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৪ লাখ ৪৫ হাজার ৮৯৮টি নতুন বই এসে পৌঁছেছে। বাকি বই ২০ ডিসেম্বরের মধ্যেই এসে পৌঁছাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা।

এদিকে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, এবার জেলা শিক্ষা অফিসের তত্বাবধানে চট্টগ্রামের মাধ্যমিক বিদ্যালয়, ইবতেদায়ী এবং মাদ্রাসা মিলিয়ে ২ হাজার ২৮৭টি প্রতিষ্ঠানের ১১ লাখ ৯৫ হাজার ৫৫৩ জন শিক্ষার্থীকে ১ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫টি নতুন বই দেয়া হবে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট