চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে বিদ্যুস্পৃষ্টে দু’জনের মৃত্যু

রাঙামাটি সংবাদদাতা

২ ডিসেম্বর, ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মুত্যু হয়েছে। আজ বুধবার (২ ডিসেম্বর) বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনা ও নানিয়ারচরের বেতছড়ির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঘাইছড়ির উপজেলাধীন নিউ লাইল্যাঘোনা গ্রামের বাসিন্দা মনির হোসেন (৩২) ও নানিয়ারচর উপজেলাধীন বেতছড়ির বাসিন্দা কমলেন্দু চাকমা (৪৮)।

রাঙামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বকোণকে জানান, বুধবার দুপুরে বাঘাইছড়ির নিউ লাইল্যাঘোনা গ্রামের নিজ বসতঘরে পানির পাম্প মেরামতের সময় অসতর্কতাবশত বিদ্যুতের তার শরীরে জড়িয়ে বিদ্যুতায়িত ঘটনাস্থলেই মারা যান মনির হোসেন। পেশায় মুদির দোকানী মনির হোসেন উক্ত গ্রামের শাহাজান মিয়ার ছেলে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে, জেলার নানিয়ারচর উপজেলাধীন বেতছড়িতে নিজ বসতঘরের সামনে পড়ে থাকা বিদ্যুতের তার সরিয়ে উপরে তোলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক কমলেন্দু চাকমা ঘটনাস্থলেই মারা যান। বুধবার বিকেলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়দের সহায়তা নিয়ে কমলেন্দুর পরিবার তাকে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইসিজির মাধ্যমে তাকে মৃত ঘোষণা করেন।

পর্বকোণ/এন.এইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট