চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাস্ক না পরায় ৫৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

মাস্ক না পরায় ৫৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বিপনি বিতানে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম আলমগীর মহানগরের বায়োজিদ এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন । এসময় মাস্ক না পরায় ৭ জনকে  একশ টাকা করে সাতশ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালান। এসময় তিনি  মাস্ক না পরার কারণে ২০ জনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন মহানগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করার দায়ে  ১৬ জনকে ২ হাজার ৭শ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া নগরীর কাজীর দেউড়ি ও কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় কাজীর দেউড়ি সিডিএ মার্কেট ও কর্ণফুলী নতুন ব্রিজে মাস্ক ব্যবহার না করার দায়ে ৯ টি মামলায় ৯ জনকে ২ হাজার ৫শ ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট