চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সাত শ্রমিকের ওয়ারিশকে বীমা দাবির চেক হস্তান্তর বিকেএমইএ’র

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২০ | ১১:১৩ অপরাহ্ণ

বিকেএমইএর সদস্য কারখানায় কর্মরত মৃত সাত শ্রমিকের ওয়ারিশদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বীমা দাবির সর্বমোট ১৪ লাখ টাকা পরিশোধ করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নতুন উপ- মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত বলেন, নিটওয়্যার খাতের সার্বিক উন্নয়নে মালিক- শ্রমিক- সরকার সবার প্রত্যক্ষ অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
এ শিল্পের উত্তরোত্তর সম্বৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিকেএমইএর পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহম্মেদ নূর ফয়সাল, সাবেক পরিচালক শওকত ওসমান, বিকেএমইএর সদস্য মো. নবাব আলী, ফজলে করিম লিটন প্রমুখ।
চেক বিতরণ শেষে বিকেএমইএর সদস্য সনেট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ এবং মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট