চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে সরকারি জায়গায় দোকান, সিলগালা

বোয়ালখালী সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২০ | ১১:০৭ অপরাহ্ণ

 সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় একটি দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ এলাকায় মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী জানান, শ্রীপুর বুড়া মসজিদের প্রবেশ পথে সরকারি জায়গায় দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল কফিল উদ্দিন নামের এক ব্যক্তি। দোকান সরিয়ে নিতে বলার পরও তিনি সরিয়ে না নেয়ায় দোকান সিলগালা করা হয় এবং মসজিদের জায়গা দখল করায় মহসিনের দোকানে তালা মেরে দেয়া হয়। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মুখে মাস্ক পরিধান না করায় ৫ জনকে জরিমানা করা হয়।

পূর্বকোণ / এম-আরআর-বাবর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট