চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় চোরাই কাঠ জব্দ

উখিয়া সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২০ | ১০:৫৯ অপরাহ্ণ

উখিয়ার রুমখাঁ বাজারে দু’টি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (৩০ নভেম্বর) বিকালে প্রতিষ্ঠান দু’টির অবৈধ চোরাই কাঠ, চিরাই মেশিন, বিভিন্ন জাতের ৩৬০ ঘনফুট অবৈধ কাঠসহ করাতকলে ব্যবহৃত অবৈধ যন্ত্রাংশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিমুল এহসান খান। তবে  কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ অফিসার শরীফুল ইসলাম, ইনানী রেঞ্জ অফিসার মো. ইব্রাহিম,  উখিয়া বিট অফিসার বজলুর রশিদ, হলদিয়া পালং বিট অফিসার ছৈয়দ আলম, জালিয়াপালং বিট অফিসার ও উখিয়া থানা পুলিশের এ.এস.আই শাহজালালসহ আরও অনেকে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান  পূর্বকোণকে জানান, সোমবার বিকাল ৫টা থেকে ২ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে দু’টি চোরাই কাঠ চিরাই মেশিন ও বিভিন্ন জাতের ৩৬০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। অবৈধ স’মিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স’মিল উচ্ছেদ করা হবে বলে জানান।

পূর্বকোণ/এম-আরআর-মানিক

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট