চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২০ | ৭:৫৬ অপরাহ্ণ

মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের  ভ্রাম্যমাণ আদালত।  আজ সোমবার নগরীর ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ, চাক্তাই, লালখান বাজার, ওয়াসা মোড় ও আন্দরকিল্লা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ।

অভিযানে ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ, চাক্তাই এলাকায় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এসময় তিনি মাস্ক মুখে থাকলেও মুখ খোলা অবস্থায় চলাফেরা ও না পরার দায়ে ১৬ জনকে ২ হাজার ৬শ টাকা জরিমানা করেন।

অন্যদিকে নগরীর লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। এসময় তিনি একই অপরাধে ১১ জনকে ১ হাজার ৩শ টাকা জরিমানা করেন ।

এছাড়া অপর আরেকটি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী আন্দরকিল্লা মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ৮ জনকে ১ হাজার ৬শ টাকা জরিমানা করেন।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট