চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বর্ষার আগেই ঝুকিঁপূর্ণ বাধঁগুলো সংস্কার করতে হবে:পানি সম্পদ উপ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২০ | ৯:১৪ অপরাহ্ণ

আগামী বর্ষা মৌসুমের আগে চট্টগ্রামের যেসব এলাকায় ঝুকিঁপূর্ণ বাঁধ আছে সেগুলো চিহ্নত করে সংস্কারসহ প্রযোজনীয় ব্যবস্থা নিতে হবে। সেইসাথে চট্টগ্রাম জেলায় চলমান প্রকল্পগুলো গুণগত মান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আজ রবিবার দুপুর চট্টগ্রাম পানি উন্নযন বোর্ডের  সম্মেলন কক্ষে চট্টগ্রাম জোনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস সভাপত্বি করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পানি উন্নয়ন সার্কেলের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, কক্সবাজার পানি উন্নয়ন সার্কেলের  তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.রুহুল আমিন, নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম বিভাগ (১) তয়ন কুমার ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম বিভাগ (২) নাহিদউজ্জামান খান, কক্সবাজার নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জোনের মাঠ পর্যায়ের কর্মচারী ও কর্মকর্তা ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট