চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

হালদার মাটি ইটভাটায় ব্যবহার, ২ লাখ টাকা জরিমানা

রাউজান সংবাদদাতা  

২৮ নভেম্বর, ২০২০ | ৩:৪৬ অপরাহ্ণ

রাউজানে নিয়ম ও শর্ত ভঙ্গ করে হালদা নদী থেকে মাটি তুলে ইটভাটায় ব্যবহার করায় ‘শান্তি ব্রিক ফিল্ডকে’ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ব্রিকফিল্ডটি বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উরকিরচর ইউনিয়নের খলিফার ঘোনায় হালদা পাড়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জোনায়েদ কবীর সোহাগ বলেন ‘পরিবেশ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নদী, খাল, বিলের মাটি ইটভাটায় ব্যবহার করা যায় না। কিন্তু শান্তি ব্রিক ফিল্ড হালদা নদী থেকে মাটি তুলে ইটভাটায় ব্যবহার করছে। এ জন্য তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। ততক্ষণ পর্যন্ত ব্রিকফিল্ডটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের অভিযোগ, হালদা পাড়ের এই ব্রিক ফিল্ড বেশ কয়েক বছর ধরে নিয়ম, নীতির তোয়াক্কা না করে ইটভাটা করে নদীর পরিবেশের ক্ষতি করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট