২৭ নভেম্বর, ২০২০ | ৯:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জোরারগঞ্জে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মো. নুর হোসেন মামুন। অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত বেশ কিছু দেশিয় অস্ত্র ছাড়াও তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচটি মোবাইল সেট ও নগদ ১২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারকৃতরা হল: মুকেশ চন্দ্র দাস (২২), হুমায়ুন রশিদ প্রকাশ মামুন (২৬), আসিফ হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), মো. ফজলুল করিম রিয়াজ (২০)। তারা সকলেই জোরারগঞ্জ ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
ওসি মো. নুর হোসেন মামুন জানান, বৃহস্পতিবার পরাগলপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ অভিযানে চালিয়ে শুক্রবার ভোরে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে হুমায়ুন রশিদ প্রকাশ মামুন ওই এলাকার সন্ত্রাসী ও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।
পূর্বকোণ / আরআর
The Post Viewed By: 118 People