চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিনোদন স্পটে অভিযান: মাস্ক না পরায় ৫১জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৫১জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার ( ২৭ নভেম্বর)  বিকাল ৩ ঘটিকা হতে সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ডিসি হিল, সিআরবি ও জাম্বুরী পার্কে অভিযান চালিয়ে ৪১ ব্যাক্তিকে ৩৫০০ টাকা অর্থদণ্ড করেন।   অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম নগরীর চিড়িয়াখানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে ২৬০০ টাকা অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন,বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর ভীড়, সামাজিক দুরত্ব ও মাস্ক পরার ক্ষেত্রে মানুষের মাঝে উদাসীনতা লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। যার ফলে আজ ৫১ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। পাশাপাশি যারা ছিন্নমূল ও অসহায়দের  জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি।

জনস্বার্থে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট