চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭ প্রকল্পের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২০ | ১:৫৪ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে ৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭ প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল, সড়ক ও জনপথ, গণপূর্ত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, তৃণমূলের জনগণের আর্থসামাজিক উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো জনগণের উন্নতি। আওয়ামী লীগ সরকার এই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।

জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো.আব্দুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোবাশ্বের হোসেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল প্রমুখ।

পূর্বকোণ/মিনারুল-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট