চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ হাটহাজারীতে

ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ হাটহাজারীতে

হাটহাজারী সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২০ | ৮:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পৌর সদরের বাস স্টেশন এলাকায় ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও চলাচলের পথ থেকে প্রায় অর্ধশতাধিক স্থাপনা সরিয়ে দেয়া হয়।

রুহুল আমিনে বলেন, বাস স্টেশন এলাকায় এক কিলোমিটার সড়কজুড়ে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়েছে। দখলকারীদের বারংবার বলা সত্ত্বেও তারা তা অমান্য করে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এই কারণে এসব স্থাপনা সরিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, এক শ্রেণির দোকানদার ইচ্ছেকৃতভাবে বাইরে চলাচলের পথে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। এতে সমস্যা আর চলাচলরত পথচারীরা দুর্ভোগে পড়েছে। পথে চলাচলে সমস্যা না হওয়ার জন্য এসব স্থাপনা সরিয়ে দেয়া হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/শিমুল-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট