চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

‘তসলিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের উন্নয়ন আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন’

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২০ | ২:২৭ অপরাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্য নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম বলেছেন চট্টগ্রামকে যানজট, জলযট মুক্ত করাসহ চট্টগ্রামের নানা সমস্যা সমাধানে স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী সর্বদা সোচ্ছার ছিলেন। চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে তার অবদান চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখবে। তিনি বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক চেয়ারম্যান স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর স্মরণে গতকাল বুধবার বিকাল ৫টায় আয়োজিত সভায় সভাপতি বক্তব্য রাখছিলেন।

সভায় মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেন, বিল বোর্ড ও সাইন বোর্ড লাগানো প্রতিযোগিতায় যখন চট্টগ্রামের আকাশ দেখা যাচ্ছিল না ঠিক তখনই স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী পরিকল্পিত আন্দোলনের কারণে আবারো চট্টগ্রামের আকাশ দেখা সম্ভব হয়েছে, চট্টগ্রাম বিলবোর্ড মুুক্ত হয়েছে। বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটি আয়োজিত স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী স্মরণ সভা ডাক্তার শেখ শফিউল আজমের সভাপতিত্বে তার মুরাদপুরস্থ বাসবভনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন এইচ এম মুজিবুল হক শুক্কুর, শেখ মোকশেদুর রহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ দিদার আশরাফী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হাবিব, মুহাম্মদ আব্দুল মোনাফ, মুহাম্মদ তিতাস, সৈয়দা শাহানারা বেগম রাকিবুল আলম, এম গোফরা চৌধুরী, মুহাম্মদ  হাসান সিকদার, নুরুল ইসলাম রিপন প্রমুখ।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট