চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড সংবাদদাতা  

২৬ নভেম্বর, ২০২০ | ৩:০৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ লাখ টাকার সম্পদহানি হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর রাতে পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের নিজতালুক গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ ২ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসদরের নিজতালুক এলাকায় অবস্থিত মো. খোরশেদ আলমের ভাড়া ঘরের একটিতে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হলে তা অল্পসময়েই চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক ঘর পুড়তে থাকে। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে এসে পৌঁছে। পরে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ততক্ষনে ১৬টি ভাড়া পুড়ে যায়। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দু্ই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণরুপে নেভাতে সক্ষম হন।

৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘রাত আনুমানিক সাড়ে ৩টায় ব্যবসায়ী খোরশেদ আলমের ভাড়া ঘরের কোন একটি থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করলেও ১৬টি ভাড়া ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরিবারগুলোর সব কিছুই পুড়ে গেছে। এখন তারা সর্বশান্ত। ’’

তিনি বলেন, ‘‘আমরা পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করছি। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ও এসে শীতবস্ত্র ও কিছু খাবার দিয়ে গেছেন। অর্থ সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।’’

এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশান অফিসার তাশারফ হোসেন বলেন, ‘‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে অল্প সময়েই আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু ঐ বাড়ির রাস্তা খুব সরু হওয়ায় একটি ইউনিট কাছাকাছি গেলেও আরেকটিকে পথেই থেমে যেতে হয়। আমরা আধ ঘন্টার চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু পুরোপুরি আগুন নেভাতে ২ ঘন্টা সময় লেগে যায়।’’

ঐ ভাড়াঘরগুলোতে থাকা একটি অটোরিক্সার গ্যারেজ থেকেই বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এ ঘটনা ঘটে বলে তারা মনে করছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট