চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ইউএনও দেখলেই শুধু বের করে মাস্ক

ইউএনও দেখলেই শুধু বের করে মাস্ক

কাপ্তাই সংবাদদাতা

২৫ নভেম্বর, ২০২০ | ৯:৪০ অপরাহ্ণ

পুলিশকে সঙ্গে নিয়ে ইউএনও আসছে দেখলেই পকেট থেকে মাস্ক বের করেন পথচারীরা। মাস্ক না পরায় জরিমানা দেয়ায় ভয়ে অনেকে আবার ইউএনও দেখেই দৌড়ে পালাচ্ছেন।

রাঙামাটির কাপ্তাইয়ে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এমন চিত্র দেখা যায়। উপজেলার বড়ইছড়ি এলাকায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে স্বাস্থ্যবিধি মানাতে জনসাধারণকে মাস্ক পরায় বাধ্য করতে চেষ্টা করানো হয়। অভিযানে ৬ মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মুনতাসির জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অপারগদের মাস্ক পরতে শপথ করানো হয়। অনেকে আবার ভ্রাম্যমাণ আদালত দেখেই পালিয়েছে। নিজ ও পরিবারের স্বার্থে সবাইকে মাস্ক পরতে হবে। এখন থেকে মাস্কবিহীন কাউকে দেখা গেলে জরিমানার পরিমাণ বাড়ানো হবে।

 

 

পূর্বকোণ/মামুন-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট