চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আকবরশাহে অননুমোদিত মশার কয়েল কারখানা , মামলা

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২০ | ৭:২৫ অপরাহ্ণ

নগরীর আকবরশাহে লাইসেন্স ছাড়া মশার কয়েল ও রড়  উৎপাদন করায় দুই কারখানার বিরুদ্ধে  মামলা দায়ের করেছে বিএসটিআই। আজ বুধবার ( ২৫ নভেম্বর) দপুরে  জঙ্গলসলিমপুর ও ভাটিয়ারি এলাকার মাওলা এন্টারপ্রাইজ ওড্রীম স্টিল রি-রােলিং মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিএসটিআই চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক(সিএম) মোশতাক আহমেদ।

এদিকে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ ইকবাল বলেন, অভিযানে মাওলা এন্টারপ্রাইজ ছাড়াও ভাটিয়ারি এলাকার ড্রীম স্টিল রি-রােলিং মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি  লাইসেন্স ছাড়া এম এস রড উৎপাদন ও বাজারজাত করছিল।  তাদের বিরুদ্ধেও  আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট