চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

করোনার দ্বিতীয় ঢেউ: চবিতে চলাচলে সতর্কতা জারি

চবি সংবাদদাতা

২৩ নভেম্বর, ২০২০ | ৯:২০ অপরাহ্ণ

বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ও করোনাক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস অভ্যন্তরে চলাচলে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় ও করোনাক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত সকলের স্বাস্থ্য নিরাপত্তা বিধানকল্পে ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘোরাফেরা সীমিতকরণ, বিশ্ববিদ্যালয় চলাচলকালে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করা এবং দোকান (ফার্মেসি ব্যতীত) ও চা স্টলসমূহ রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হল।

এছাড়া এ নির্দেশ  অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/রায়হান-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট