চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রার্থী মনোনয়নে কোন্দলের শঙ্কা

ইফতেখারুল ইসলাম 

২৩ নভেম্বর, ২০২০ | ১:৩৩ অপরাহ্ণ

আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়ন পেতে আওয়ামী লীগ প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। দল উপদল, আওয়ামী লীগ, আওয়ামী পরিবারসহ নানা বিভক্তির কারণে একেকটি পৌরসভায় একাধিক সম্ভাব্য প্রার্থীর পদচারণা দেখা যাচ্ছে। মনোনয়ন পেতে চালাচ্ছে জোর প্রচেষ্টা। চলছে জ্যেষ্ঠ নেতাদের মন জয় করার চেষ্টা। এ কারণে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোন কোন পৌরসভায় হিমশিম খেতে হবে দলকে। তবে জেলার দায়িত্বশীল নেতারা বলছেন, দলের প্রতি নিবেদিতপ্রাণ, ত্যাগী এবং পরিচ্ছন্ন নেতারাই মনোনয়ন পাবেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর গতকাল ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন, ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তারমধ্যে চট্টগ্রামের সীতাকু- পৌরসভার নামও রয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, চট্টগ্রামে ১৫টি পৌরসভা আছে। এরমধ্যে ১১টির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দোহাজারী পৌরসভা নবগঠিত হওয়ায়, হাটহাজারী পৌরসভায় আইনি জটিলতায় এখনো নির্বাচন হয়নি। ২০১৭ সালে ফটিকছড়ি ও ২০১৮ সালে নাজিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ দুটি পৌরসভার মেয়াদ এখনো আছে। মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর মধ্যে মিরসরাই, বারৈয়ারহাট, সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও বোয়ালখালী।

জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম পূর্বকোণকে বলেন, প্রার্থী বাছাইয়ের আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে নির্দেশনা আসে। এখনো সেই নির্দেশনা আসেনি। তাছাড়া গঠনতন্ত্রে প্রার্থী বাছাইয়ের বিষয়ে নির্দেশনা আছে। তবে আমরা এখনো জানিনা নির্বাচন কবে হবে। গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারছি পৌরসভা নির্বাচন খুব কাছে। তাই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের মানসিক প্রস্তুতি আছে। কেন্দ্র থেকে যখন নির্দেশনা আসবে আমরা তখন সে অনুযায়ী কাজ করবো। তবে একথা সত্য যে, জনপ্রিয় এবং দলের প্রতি নিবেদিতপ্রাণ নেতারাই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বকোণকে বলেন, নৌকা প্রতীক পেতে একেকটি পৌরসভায় একাধিক প্রার্থীর চেষ্টা তদবির করা স্বাভাবিক। কারণ নৌকা হল উন্নয়নের প্রতীক। তবে কেউ চাইলেই যে মনোনয়ন পেয়ে যাবেন তা নয়। যাচাই-বাছাই করেই মনোনয়ন দেয়া হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলায় যেসব পৌরসভা আছে সেখানে অবশ্যই দলের ত্যাগী, নিবেদিতপ্রাণ, জনপ্রিয় এবং পরিচ্ছন্ন ইমেজের নেতারাই নৌকার মনোনয়ন পাবেন। সাধারণ মানুষ চায় দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইমেজের মানুষ, ভাল মানুষ নির্বাচিত হয়ে আসুক। তাই বিষয়টি আমরা গুরুত্বের সাথেই বিবেচনা করবো।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট