চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীর বস্তিতে রেলওয়ে বিচ্ছিন্ন করল অবৈধ পানির সংযোগ

পাহাড়তলীর বস্তিতে রেলওয়ে বিচ্ছিন্ন করল অবৈধ পানির সংযোগ

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২০ | ১২:১৫ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী এলাকার সেগুন বাগান বস্তিতে রেলওয়ের অভিযানে বেশ কিছু অবৈধ পানির লাইন বিছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন ধরণের পাইপের ফিটিংসসহ বিপুল পরিমাণ পানির পাইপ জব্দ করা হয়। রবিবার (২২ নভেম্বর) পাহাড়তলী এলাকার সেগুন বাগান বস্তিতে এ অভিযান পরিচালনা করে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের বৈধ সংযোগগুলো থেকে ওই বস্তিতে টেনে নেওয়া হয়েছে বিপুল পরিমাণে অবৈধ পাইপ লাইন। সেখানে এসব অবৈধ লাইনের সাথে পানির মোটর বসিয়ে দিয়ে পানি বিক্রি হচ্ছিল ওই বস্তিসহ আশপাশের বস্তিগুলোতে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় রেলওয়ে প্রকৌশল বিভাগ। এ অভিযানে সহযোগিতা করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীব, রেলওয়ের পাহাড়তলী চৌকির নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট