চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পূর্বকোণ পাঠক ফোরামের মাস্ক বিতরণ শুরু চকরিয়ায়

পূর্বকোণ পাঠক ফোরামের মাস্ক বিতরণ শুরু চকরিয়ায়

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২২ নভেম্বর, ২০২০ | ৮:০৪ অপরাহ্ণ

মহামারি করোনার দ্বিতীয় ধাপ ঠেকাতে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়ার পূর্বকোণ পাঠক ফোরাম। করোনা থেকে রক্ষায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও গ্রামীণ উপজেলায় হাতেগোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করছে না। কেউ কেউ পকেটে মাস্ক রাখে, মোবাইল কোর্ট বা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে দেখলেই পকেটের মাস্ক মুখে পরে।

এই অবস্থায় পূর্বকোণ পাঠক ফোরামের সভাপতি এম আরাফাত চৌধুরীর নেতৃত্বে ফোরামের নেতৃবৃন্দ আজ রবিবার (২২ নভেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চকরিয়া পৌরশহরে মাস্ক মুখে পরিয়ে দিয়ে বিতরণ শুরু করেছে।

ফোরামের প্রধান উপদেষ্টা ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর উপস্থিতিতে মাস্ক বিতরণে অংশ নেন পাঠক ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মাস্টার নেজাম উদ্দিন, সদস্য আব্দুল হান্নান সৌরভ প্রমুখ।

পূর্বকোণ পাঠক ফোরামের সভাপতি এম আরাফাত চৌধুরী বলেন, করোনা মোকাবেলায় আমাদের ফোরাম আগেও মাঠে ছিল, দ্বিতীয় ধাপের করোনা যুদ্ধেও মানুষের কল্যাণে সেবক হয়ে সর্বদা মাঠে থাকবে পূর্বকোণ পাঠক ফোরাম।

 

 

 

পূর্বকোণ/জাহেদ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট