চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রাইখালীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

কাপ্তাই সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২০ | ১২:৩১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীতে যাত্রীবাহী বাস ও অটো রিক্সার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে জাহাজভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে রাজস্থলী উপজেলার সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি জাহাজভাঙা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করে। 

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনসারী জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। শীঘ্রই সড়ক যোগযোগ সচল হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট